Pages

2/15/17

Poems| Paulami Sengupta

Photo: LeeLa





পরেরটাতেও

ভুল হয়ে গেছে
ভুল হয়ে গেছে
ভুল হয়ে গেছে
তাই চক্রাকারে ঘুরলাম স্টেডিয়াম।

ধু ধু খাতা পেন
লোকজন, ছাতা
এরপর লেবু চামচের রেসে যেতেই হবে
তার পরেরটাতেও
তার পরেরটাতেও।



শরীর

ঘুষঘুষে জ্বরের  মতো নামছে সিঁড়িগুলো
ভাবছি এটাই সত্যি
আমি ও আসফ আলি রোড
উভয়ই কাবু
তপ্ত অশরীরী ব্যস্ততায়।

কিন্তু শরীর আছে
দেয়ালে দেয়ালে পোস্টার
মৃত তরুণীর
নিমীলিত চোখ আর সবুজাভ তক
কি করে চিনব তাকে।



দ্বীপ

ঝমঝমে সবুজে ভিজে গেলাম
ইট কাঠ ভাঙ্গতে পারি
তাই পথে পথে বৃক্ষদয়
এমনকি মেঘও সতরকভাবে নীচে।

আরেকটু দৌড়লেই
শান্ত হব পুরপুরি
বালি ভেঙ্গে অনেকক্ষণ দৌড়লাম
নারকেলের ডালে আছড়ে পড়লাম
ঢেউএর মত।

এখন সমুদ্র ও রাগ
দুই স্রোত মুখমুখি।



নাইট আউট

নিজেকে ধোপার বালতিতে সেদ্ধ না করে
কেরোসিনে না চুবিয়ে
বডি অয়েল ঢেলে
বাইরে এলাম।
প্রহরী দেখতে পেয়েছে
শা্মপু করা চুলে খুশকির মতো পরাজয়
আর আঙ্গুলে ফুলে ওঠা রোয়া রোয়া ভালো লাগার বিষ।


No comments:

Post a Comment